আমাদের কথা খুঁজে নিন

   

খাটি বাংলার বাস আট/বাইশ নং বাস

যখন আমি কোন সমস্যায় পড়ি তখনি এখানে লিখি যাত্রাবাড়ী থেকে গাবতলী রুটে চলাচল করে এই বাসটি। সার্ভিসও খুব ভাল প্রায় দশ মিনিট পর পরই এই বাস ছাড়ে। তবে বাস্তবে দেখা যায় প্রায় সব সময়ই দুটি বাস প্রায় এক সাথে চলে। এই বাসে ওঠতে পারা সবার জন্য সম্ভব হয়না্ বিশেষ করে যাত্রাবাড়ী থেকে তো সেটা একটা যুদ্ধ জয়ের মত অবস্তা। ছোট্ট একটা বাস আর তার এইটুকুন একটা দরজা, কিন্তু সবাই ই বাসে উঠতে চায়।

এমনকি বাদুরঝোলা করার জন্যও এটা খুব উপযোগি। কন্ট্রাকটর সবসময় বলতে থাকে “মামা পিছে যান পিছনে অনেক যায়গা। যাননা মামা একটু পিছে যান। যান মামা যাননা। ” তবে পিছনে যেতে না চাইলেও সমস্যা নাই মানুষ উঠবেই।

পা ফেলার জায়গা থাকেনা। যারা দাড়িয়ে থাকে তারা আশায় থাকে কখন একজন মানুষ উঠবে আর আমি ঐ যায়গায় বসব। যখনই একজন মানুষ নামার জন্য প্রস্তুতি নিতে শুরু করে তখনি দাড়িয়ে থাকা যাত্রিদের মাঝে শুরু হয় মনস্তাত্তিক প্রতিযোগিতা মানে যে নামবে তার সিটটা দখলের প্রতিযোগিতা। অনেক সময় দেখা যায় প্রতিযোগীদের ভিরে মানুষের নামতেই কষ্ট হয়। তবে এই বাস খুবি জনপ্রিয় বাস।

এর সংখ্যা আরও বাড়ালে মনে হয় ভাল হত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.