আমাদের কথা খুঁজে নিন

   

ভেজালের ভিড়ে খাটি হারিয়ে যাচছে



ড. মুহম্মদ শহীদুল্লাহর ৪১তম মৃত্যুবার্ষিকীতে বিতর্ক ও আলোচনা সভার মাধ্যমে তাকে স্মরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাব। মঙ্গলবার বিকালে হল মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রফেসর ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ একই সঙ্গে খাঁটি মুসলমান, অসামপ্রদায়িক ও পরমতসহিষ্ণু ছিলেন। বর্তমানে এ ধরনের মানুষ বিরল। ডিবেটিং ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন রনির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদ, শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আজিজুর রহমান, অধ্যাপক জিনাত ইমতিয়াজ আলী প্রমুখ।

পরে মিলনায়তনে বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রীতি বিতর্কের বিষয় ছিলো 'বাংলা টিভি নাটকের ভাষা বাংলা ভাষার প্রমিত মানকে ক্ষতিগ্রস্ত করছে। ' এতে সাবেক ও বর্তমান বিতার্কিকরা অংশ নেন। ড. মুহম্মদ শহীদুল্লাহ ১৮৮৫ সালের ১০ জুলাই জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালের ১৩ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.