এই মাত্র শুনলাম নীলক্ষেত বাকুশাহ মার্কেটে আগুনে লেগেছে। শুনা মাত্রই হলের (এফ রহমান হল) বারান্দা দিয়ে নীলক্ষেতের দিকে তাকালাম। দেখলাম ধোয়ার কুণ্ডলী উপরের দিকে উঠছে। হতাশ হলাম। দৈনিক ৩/৪ বার যাতায়াত করতে হয় এই মার্কেটের সামনে দিয়ে।
আর তাই অনেকটা বন্ধুর মতই স্থানটি। শুনতে দেরি হওয়ায় আর যাইনি। তবে হল থেকে অনেকে গিয়েছে আগুন নিয়ন্ত্রনে আনতে সাহায্য করার জন্য। আমার রুমমেটেও গিয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, খুব বেশি ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা নেই।
১০/১৫ টি বইয়ের দোকান পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিস এসে আগুন কন্ট্রোলে এনেছে। তবে কপি বই ক্রয়ে পারদর্শি আমার মত যারা আছেন তাদের জন্য রইলো একটু খারাপ লাগা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।