আমাদের কথা খুঁজে নিন

   

নীলক্ষেতে বাসচাপায় শিক্ষার্থী নিহত

শনিবার দুপুরে এই ঘটনার পর বিক্ষুব্ধরা সড়কে কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সাজ্জাদুল ইসলাম এনামুল (২০) ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (নিট) শিক্ষার্থী।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ২টার দিকে সাজ্জাদ নীলক্ষেত প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে বাই সাইকেলে করে যাচ্ছিলেন। এমন সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
সাজ্জাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান, এই শিক্ষার্থী মারা গেছেন।
সাজ্জাদের বাসা শাহবাগে। তিনি নীলক্ষেতে কোচিং শেষ করে টিউশনি করতে যাচ্ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পুলিশ জানায়,ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ৪/৫ গাড়ি ভাংচুর করে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.