রাজধানীতে বইয়ের অন্যতম প্রধান মার্কেট নীলক্ষেতে আগুনে পুড়েছে কয়েকটি দোকান। স্বাধীনতা দিবসে বন্ধ থাকার মধ্যে গতকাল রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি টিম প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে বলে জানায় নিয়ন্ত্রণ কক্ষ। নীলক্ষেতে একসঙ্গে বইয়ের কয়েকটি মার্কেট রয়েছে। এর মধ্যে পশ্চিম পাশে (নিউমার্কেটের বিপরীতে) ইসলামিয়া ও বাবুপুরা মার্কেটের মাঝের কয়েকটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।ছোট ছোট দোকানগুলোর মধ্যে কয়টি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ সংখ্যা পাঁচের মতো হবে বলে ফায়ার সার্ভিস বাহিনীর কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়।কীভাবে আগুন লেগেছে, তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এর সূত্রপাত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।