আমাদের কথা খুঁজে নিন

   

নীলক্ষেতে বাসচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু

রাজধানীর নীলক্ষেতে বাসচাপায় সাজ্জাদুল ইসলাম শিশির (২২) নামে এক বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত হয়েছেন। গতকাল দুপুর দেড়টার দিকে নীলক্ষেত হাই স্কুলের সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে। তিনি সাইকেলে সাইন্স ল্যাবরেটরি যাওয়ার পথে ঘাতক বাসটি তাকে চাপা দেয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনলোজিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন শিশির। ঘটনার পরপরই উত্তেজিত জনতা বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসসহ এর চালককে আটক করে পুলিশ। নিহতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের নিরাপত্তা প্রহরী শফিকুল ইসলাম জানান, দুপুরে সাইকেল চালিয়ে সাইন্স ল্যাবরেটরি এলাকায় যাওয়ার পথে বাসটি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন। তিন ভাইয়ের মধ্যে সে বড়।

তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার কোনীপাড়া গ্রামে। তিনি তার পরিবারের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি স্টাফ কোয়ার্টারে থাকতেন। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল জানান, নীলক্ষেত হাই স্কুলের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাসের চালক সাইফুল ইসলাম মিন্টুকে আটক করা হয়েছে।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.