তন্দ্রা ভাবটা আর কাটছেনা, ঘোরের এই লগ্নে বিভোরটা ঢাকা পড়ার কোন লক্ষণ নেই। দরজার ফাঁকে কিঞ্চিৎ আভা, তাও পষ্ট নয়। অসাড়, গুটিয়ে আসছে সব। বাইরে ঝুম বৃষ্টি, চমকাচ্ছে বিদ্যুৎ, অলক্ষুণে মনে হচ্ছে। মাথার চিকন ব্যাথাটা তলিয়ে যাচ্ছে ঘোর অমানিসায়, গভীরে আরো গভীরে। বৃষ্টির রোমান্টিকতায় কুকুরের লালা ঝরছে, হয়তো এক্ষুনি ছড়িয়ে পড়বে জলাতংক! হিংস্রতায় ছিন্নভিন্ন হবে সব, আমি বাঁচতে চাই…. আমাকে বাঁচাও… ধেত! এতো বাজে স্বপ্ন হয়!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।