"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
দুঃস্বপ্ন
আমি তীরন্দাজ নই। সৌখিন শিকারী। সঠিক নিশানায় একটা তীর ছুঁড়েছিলাম তোমাকে লক্ষ্য করে। লক্ষ্যভ্রষ্ট হয়নি বটে, তবে বিষ্ময়ের ঘোর তখনো কাটেনি। ভেবেছিলাম তুমি এক মায়াবিনী কায়া কিংবা অশরীরী কোন আত্মা এই নির্জন অরণ্যে।
আশে পাশের কোন এক পোড়োবাড়ীতে তোমার গোপন অবস্থান। এক মানবের খোঁজ পেয়ে বেরিয়ে এসেছো মায়াপুরী থেকে। অথচ তুমি তা নও। তুমি যে ঈশ্বরের কৃপাপ্রাপ্ত এক রহস্যময়ী নারী তা বুঝতে বাকি রইলোনা। আমার সুতীক্ষ্ম তীর তোমাকে বিদ্ধ করার আগেই অলৌকিক এক যাদুবলে সেই তীর গোলাপ হয়ে লুটিয়ে পড়লো তোমার পদতলে।
তুমি ভ্রুকুটি করে হেসে উঠলে। আমি নিশ্চিত তা বিদ্রুপের হাসি। যে তীর তোমার হৃদয়ে বিদ্ধ হবার কথা সেই তীর গোলাপ হয়ে পরে আছে মাটিতে। টকটকে লাল গোলাপ অথচ মোটেও রক্তাক্ত নয়। তুমি গোলাপের দিকে তাকাতেই গোলাপের পাপড়িগুলো রক্ত হয়ে গলে গেল।
আমি নির্বাক! বিষ্ময়ে হতবাক! কারো হৃদয়ের রক্তক্ষরণ বুঝি এভাবেই হয়! ঘুম ভেঙ্গে গেল। মনে হলো গতকাল পহেলা বৈশাখে তোমাকে দেয়া সেই লাল গোলাপে সুতীক্ষ্ম কাঁটা ছিল। তুমি হাতে নিতেই উফ্ করে উঠেছিলে। তোমার কোমল হাতের একবিন্দু রক্ত আমাকে কতটা বিচলিত করে টের পেলাম। তোমায় ঘিরে আমার চোখে শুধু স্বপ্নই থাক- কোন দুঃস্বপ্ন নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।