দুঃস্বপ্ন
আজম মাহমুদ
গত রাতের স্বপ্নটা ঠিক এরকম ছিলো-
তুমি আমি নির্জন এক দ্বিপে একান্ত নির্ভয়ে
হাঁটছি এক অজানা গন্তব্যে পৌঁছুবার আশায়
তোমার নরম গালে সকালের রোদ্দুর অপরূপ
ঝিলমিল রং খেলে যায়
আমি পথে থমকে দাঁড়িয়ে দেখি
তোমার অপরূপ রূপবতী চোখ, গাল, নাক...
তুমি তখন সীমাহীন বিরক্ত আমার প্রতি;
তোমাকে দেখার কি আর আছে!
অথচ আমি তোমার সব বিরক্তি অগ্রাহ্য করে
অবিরাম দেখে যায় তোমাকে।
খানিক বাদে নির্জন দ্বিপটা হয়ে উঠে নির্জন অরণ্য
মাঝে মাঝে কানে এসে লাগে এক হিংস্র
শিংঘের ডাক, আমি তোমাকে ভয়ে জড়িয়ে
ধরতেই তুমি আর তুমি নেই
হয়ে গেছো আমার বাংলার গৌরব
এক রয়েল বেঙ্গল টাইগার...
এরপর ভেঙ্গে যায় গভীর ঘুম, দেখি পাশে নেই তুমি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।