আমাদের কথা খুঁজে নিন

   

দুঃস্বপ্ন

লেখক/কবি

(বারবার ঘুম ভেঙে যায়) হাড় ভাঙার মড়াৎ শব্দে ঠাণ্ডা জড়তার মাঝে কাঁচা ঘুম ভেঙে গেলো আড়ষ্টতা কাটিয়ে ভাঙনের অবস্থান নির্ণয় করার বহু চেষ্টায় বিফল হয়ে উড়ে উড়ে আহত শরীরটাকে খুঁজতে বাগানে গিয়ে দেখি শক্ত সমর্থ কদমগাছটা কাল বৈশেখীর আঘাতে মাটিতে পড়ে আছে... ... হাড় কাঁপানো শীত... হালকা ঘন কুয়াশা... স্যাঁত স্যাঁতে মাটিতে বরফ শীতল শীতল শিলার আঘাত, বড় বড় কদম পাতা ছিন্নভিন্ন; এখানে ওখানে ছড়ানো ডালপালা উঁচু গাছটাকে ধরে দাঁড় করাতেই শেকলের শব্দে বার কতক আবার ঘুম ভাঙল দেখি শূন্যে ভাসছে অন্ধ বানর শেকলটা বাহুল্যই বটে (বন্দি যে অন্ধত্বে) একটা ধাতব স্পর্শ অনুভূত হয় মনের ইন্দ্রিয়ে অতঃপর শ্রবণ ইন্দ্রিয়ের প্রেষণার তীব্র স্পর্শে ঘুমন- চেতনা দ্বিখণ্ডিত হয় ঘুম ভেঙে যায় ... বারবার ঘুম ভেঙে যায় যতোবার ঘুম ভাঙে বিছানা ছাড়ার তবু থাকে না উপায় আড়ষ্ট শরীর ঘুম জড়তায় (ও স্বপ্ন ভাঙার দুঃখে) লেপটে থাকে ভোরের বিছানায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।