আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষণিকের কাব্য-২১

♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম ১. একটা কবিতা লিখবো বলে হাত পুড়িয়েছি আবেগের আগুনে একটা কবিতার সাগর হতে চোখ ভাসছে শ্রাবণে ২. হয়তো আমি কোন প্রদীপ নই তবুও একটা শিখা যেন জ্বলে দিনরাত আমার ভেতরে ভেতরে ৩. এতকাল মুক্তি দিতাম যারা চাইতো আলোতে যেতে; এবার নিজেই মুক্তি নিলাম আলোর কাছ থেকে এ পথচলায় হয়তো কোন আনন্দই থাকবে না; তাই বলে তাতে কোন ব্যাথাও নেই কেননা এ যে স্বেচ্ছা নির্বাসন... প্রকাশকালঃ ১১ জুন-২০১০ খ্রি সুসং নগর

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।