ভার্সিটি থেকে আসছি!
বাসে ছিলাম। বাসের জানালা দিয়ে দেখছি মানুষের কাজ কারবার। কেও রিক্সার চাকাই পাম্প দিতেসে।
কেও আবার তার বাচ্চা দুইটা ঝগড়া করছে বলে শাসন করছে।
আবার কেও খুশিমনে বন্ধুর সাথে সাথে আড্ডা দিচ্ছে।
। ।
... কোন বাবা তার বাচ্চাকে নিয়ে ঘুরছে আনন্দের সাথে!!
কিন্তু হঠাত করেই রাস্তার অপর পাশ থেকে বাতাসের বেগে ভেসে আসলো ৫টি শব্দ!!
ধুম !! ধুম !! ধুম !! ধুম !! ধুম !!
কিছুক্ষন পর বাতাসে ভেসে আসলো কান্নার শব্দ। ।
দাও দাও করে জলছে একটি বাস।
।
সকল সুখের সময় দুঃসময়ে পরিনত হলো এই এক মুহূর্তেই। । ঝলসে গেলো মানুষ গুলো। ।
এভাবেই প্রতিনিয়ত হঠাত করে ফাটছে পেট্রোল বোমা আর ককটেইল আর ঝলসে যাচ্ছে মানুষ!
সুখ আসছে ক্ষণিকের জন্যে যা মুহূর্তেই দুঃখে পরিনত হচ্ছে সারাজীবনের জন্য!!
বিঃদ্রঃ কাল্পনিক ছিলো কথা গুলো। মন থেকে লিখা তবে বাস্তবে অহরহ ঘটছে এসব!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।