জনক কিংবা পিতাকে নিয়ে প্রশ্ন তোল না// যে মায়ের আঁচলে ভাত খাওয়া হাত মুছেছি, কোনোদিন এই আমি তার সামনে দাঁড়াতে পারব না।// (নজরানাঃ জাতির জনক শেখ মুজিবকে)
দু-টি চোখে আলো ফেলে শত-শত চোখ
তাল গাছের মতোন জেগে থাকে কেউ
মৃদু পায়ে ফিরে আসে সুখ-সুখ ঢেউ
নেশায় বিভোর যেন উদ্বেগ-উন্মুখ ।
এদিক-সেদিক হেঁটে সে তো ফের আসে
জীবন-যৌবন সব সঁপে দিতে চায়
অনেকে দাঁড়িয়ে থাকে কামের আশায়
বিশ্রী-কালো রুল-টানা নর্দমার পাশে ।
সময়ের ভেড়া ভেঙে দর কষাকষি
একে একে পালা চলে বেশ কিছুক্ষণ
অনেকে হারায় মান কেউ পায় মন
তালের বদনে ফুটে হাসি রাশি-রাশি ।
কোনো জাত ভেদ নেই কেউ নয় পর
টাকা দিয়ে কেউ বাঁধে ক্ষণিকের ঘর ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।