বেছে থাকাটা আমার কাছে বিসন্নতা প্রিয় বাংলাদেশ, তুমি কেমন আছ? আমার ধারনা ছিল তুমি ভালো নেই। সুরঞ্জিতের নির্লজ্জ ভেটকি, সাহারা খাতুনের চিৎকার, প্রধানমন্ত্রীর সস্তা রসিকতা, ছাত্রলিগের পান্ডামি, বুদ্ধিজীবীদের প্রতিনিয়ত বিক্রি হওয়া আর আমরা আমজনতার প্রতিদিনের বেছে থাকা। এইসব দেখে দেখে তোমার ভালো থাকার কথা নয়। কিন্তু তবুও নাকি তুমি ভালো আছো। কোনও এক পরিসংখ্যানে নাকি দেখা গেছে তুমি বিশ্বের ১১তম সুখী দেশ। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সেই সুখী মানুষটির কথা, যার গায়ে কোনও জামা ছিলনা। ইশ, বেছে গেলি প্রিয় মাতৃভূমি। সুখী মানুষদের তালিকায় ১নাম্বারে থাকলে হয়তো এখনকার কাপড়টুকুও হয়তো তোমার গায়ে থাকতোনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।