আধুনিক জীবনযাত্রার সব কিছুই অস্ট্রেলিয়ায় সহজলভ্য। তাই বর্তমানে বিশ্বের এক নম্বর সুখী দেশের নাম অস্ট্রেলিয়া। সমৃদ্ধ অর্থনীতি এবং উন্নত জীবনযাত্রার কারণে সুখী দেশ হিসেবে অস্ট্রেলিয়াকে স্বীকৃতি দিয়েছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) সংস্থাটি। বিশ্বের ৩০টিরও বেশি দেশের জনগণের আয়, স্বাস্থ্য, নিরাপত্তা ও গৃহায়ন ব্যবস্থার ওপর জরিপ চালিয়ে এই তালিকা তৈরি করা হয়। প্রাকৃতিক সম্পদের কারণে গত দুই দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়া তার অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে।
২০০৯ সালে বিশ্ব জুড়ে অর্থনৈতিক মন্দার মধ্যেও যে কয়টি উন্নত দেশ তাদের আর্থিক সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয় অস্ট্রেলিয়া তাদের অন্যতম।
অস্ট্রেলিয়ার ১৫ থেকে ৬৪ বছর বয়সী ২ কোটি ৩০ লাখ মানুষ চাকরি করে আয় করে থাকে, যা ওইসিডির গড়ের চেয়েও বেশি। আর দেশটির গড় আয়ু হচ্ছে ৮২ বছর। এসব সম্মিলিত কারণেই অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে সুখী মানুষের দেশ হিসেবে উঠে এসেছে। এ ছাড়া সুশাসনের ভিত্তিতে করা আরও কয়েকটি জরিপে অস্ট্রেলিয়া এগিয়ে থেকেছে সব সময়।
অস্ট্রেলিয়ার শক্তিশালী অর্থনীতি জনগণকে দূরে রেখেছে দুর্নীতি থেকে। অস্ট্রেলিয়ার শহরকেন্দ্রিক আবাসন ব্যবস্থায় মানুষের ব্যস্ততা বাড়লেও এখনো গ্রামীণ জীবনের পিছুটান তাদের জীবনযাত্রা করেছে সরল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।