আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় হুমায়ুন আহমেদ, শাওন ও কিছু অপ্রিয় কথা

শাওন অনেক খারাপ মেয়ে, সে গুলতেকিনের সংসার ভেঙ্গেছে। নিজের পিতার বয়সি একজনকে বিয়ে করেছে ইত্যাদি ইত্যাদি… আমিও সবার মত তাই বলতাম ঘৃনা করতাম শাওন কে। কিন্তু মূদ্রার ও পিঠ নিয়ে কেউ কি ভেবেছেন আমাদের হুমায়ুন আহমেদ স্যার কতবড় মহাপুরুষ ছিলেন? তিনি শাওনকে বিয়ে করার আগে একবারও কি ভাবেন নি তার গুলতেকিনের কথা? বিপাশা, নোভা, শিলা, আর নুহাসের ভালবাসার কথা। অগনিত ভক্ত অনুরাগীর কথা, তার পরিবারের সদস্য ও তাদের সম্মানের কথা?? কি হবে নুহাসের মানষিক অবস্থা? শিলা, নোভা বিপাশার ভবিষ্যত?? আর তার জীবনের চরম দুঃসময়ের বিন্ধু, প্রেমিকা, স্ত্রী গুলতেকিন আহমেদের কথা?? অথবা যে কিশোরীকে তিনি বিয়ে করতে যাচ্চেন, তার ভবিষ্যতের কথা?? কিছুই কি ভাবেন নি মহান কলম যাদুকর?? যে বয়সে শাওনের হুমায়ুন আহমেদের সাথে বিয়ে হয়; এমন কি বয়স ছিল তার সঠিক সিদ্ধান্ত নেবার??? হুমায়ুন আহমেদের প্রবল সম্মোহনী শক্তি এতোই প্রবল যে, তার জন্য জীবন উতসর্গ করার যন্য শত শত মানুষ পাওয়া যাবে। আর শাওন কোন ছার!! সে তো তার জীবন উতসর্গ করেছেন প্রিয় মানুশের প্রিয় কাজের ছায়া হয়ে থাকতে।

যদি মদ্যপানের কথা বলেন তবে শুনুন, সেন্টমার্টিনের সমুদ্রবিলাসের লোকজনরা হুমায়ুন আহমেদ কে একবার চরম অপদস্থ করে তার মদ পান নিয়ে বাড়াবাড়ির জন্য। টেকনাফ থেকে পুলিশ গিয়ে ব্যাপারটা সুরাহা করে। ১৯৯৫ এর দিকের কথা। আচ্ছা বলুন তো কোন নারী তার স্বামীর ধুমপান, মদপান সহজ ভাবে মেনে নেন? গুলতেকিন কি মেনে নিতেন এসব (সিগারেট টা মেনে নিয়েছিলেন হয়তো)। মদের আসরে কি গুলতেকিন বসতেন কখনো, হয়ত না।

গুলতেকিনের পার্সনালিটির সাথে এসব যায় না? হুমায়ুন আহমেদ বিখ্যাত হবার আগে যখন তার নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, কি মনে হয় আপনার, তার মদ পান চলত রিতিমত?? আমার মনে হয়, না। নাটক লিখে কালার টিভি কিনেন নি বরং ঘরে কালার টিভির জন্য নাটক লিখতে হয়েছিল। প্রথম গাড়ি লয়েল্টির টাকায় গিফট পান। টাকা জমিয়ে, বাজারে গিয়ে, ধীরে সুস্থে কেনেন নি। ধীরে ধীরে অর্থ, বিত্ত, সম্মান কি প্রিয় হুমায়ুন আহমেদ কি মোহাবিষ্ট করে নি? লিখনী চলতে থাকে, চলতে থাকে ।

তার সৃষ্টিশীল কর্মকান্ড, আমরা তুমুল হাততালি দিচ্ছি, হাজার হাজার কপি বই পৃন্ট হচ্ছে। বই মেলার সমস্ত বই বিক্রির ৫০% হুমায়ুন আহমেদের বই?? অর্থ, বিত্ত, সম্মান, খেয়ালিপনা, আর নেশা কি প্রিয় হুমায়ুন আহমেদ কে তার প্রিয় পরিবার থেকে প্রিয় গুলতেকিন থেকে একটু একটু করে দূরে সরায় নি?? হুমায়ুন আহমেদ ভাল খারাপ যাই করেন। তিনি হুমায়ুন আহমেদ, তিনি বাংলাদেশীদের বই, জোসনা, সমুদ্র ও প্রকৃতি প্রেম শিখিয়েছেন। তার ব্যক্তিগত ব্যাপার গুলো মেনে নিয়েই তাকে ভালবাসি। তার জীবনের শেষ সময়ে যে মানুষটা তাকে গান শুনিয়ে ঘুম পাড়াত, সে শাওন।

হুমায়ুন আহমেদের ঘুমের মধ্যে বোবায় ধরলে যে মানুষটা তাকে মাথায় হাত বুলিয়ে আস্বস্ত করত সে শাওন। হয়তো শাওন বদলাবে, আবার বিয়ে করবে। কি আসে যায়? তার জীবনের সেরা সবটুকুই তো সে হুমায়ুন আহমেদকে দিয়ে ছিলেন। এই টুকুইবা কার সৌভাগ্যে হয়। ''লেখককে চিনব তার লেখা দিয়ে।

ব্যাক্তিগত ভাবে তাকে চেনার কিছু নেই''- হুমায়ুন আহমেদ, বলপয়েন্ট। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.