আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ূন স্যার / হিমু / মিসির আলি

এখনো সবুজ শৈশবে ভর করে লাখো স্বপ্ন বুনি দিন রাত হাসি পায়, বড় বিচ্ছিরী লাগে, খুব নিচ মনে হয় চারপাশ টা দেখলে। আমি নিজেও চারপাশের একজন তাই নিজের উপরও বিরক্ত হই! ভাই আমার কোন খায়েস নাই প্রিও মানুষটার নিথর দেহ ফালায় রাখতে। আমার কোন অভিযোগ ও নাই , কোথায় তার সমাধিস্থল হবে কোথায় তার পরিবার বা দেশের লোকদের যেতে সুবিধা হবে। বড় সত্যি তিনি মাটিতে মিশে যাবেন, তিনি কবর বা স্থান দিয়ে বেচে থাকবেন না , তিনি বেচে থাকেবন তার লেখা দিয়ে। তার কবর ঢাকায় না দেয়া হলেও আমার কোন আপত্তি ছিল না।

কবর এর জায়গা ঠিক করা একান্ত পারিবারিক বিষয় গুলোর মধ্যে একটি। তিনি আমার প্রিও লেখক গুলোর মধ্যে একটি, আমি তার বই ভালবাসি তার লেখা ভালবাসি। ২৩ তারিখ দুপুরে, কাজী নজরুল ইসলাম এর কবর এর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম আমার সামনের শিক্ষিত এক ভাই, থু থু ফেললেন কবরের দিকে। এইটা কে আপনি হয়তো বিচ্ছিন্ন ঘটনা বলবেন। কিন্তু আমি ঠিক এর মাঝেই দেখতে পাই আমাদের সবার কৃতজ্ঞতাবোধ কোথায় গেছে।

লেখকদের কি আসলেই কোন সীমানা আছে ? আর যদি থাকেও আপনি বা আমি কেমনে সেটার বর্ডার লাইন নিজের ইচ্ছা মত দিয়ে দেই? বলা হচ্ছে তিনি নাস্তিক , যেমন বলা হয়েছিল কাজী নজরুল ইসলাম কে। আবার বাংলাদেশ এর জাতিও সঙ্গিত রবিন্দ্রনাথ এর লেখা বলে এইটা নিয়েও অনেক বিব্রতকর কথা শুনতে হয়। আমরা এমন ই । আমাদের জাতিও ঐক্যমত নেই। এতো কিছু বোঝার দরকার নাই , নিন্দুক থাকবেই, নিন্দা থাবেই।

ভাল কে ভাল বলার লোকের অভাব থাকবেই। আমি হুমায়ূন স্যার / হিমু / মিসির আলির কথা বলছি,আমি শাওন বা গুলকেতিন এর স্বামীর কথা বলছি না। আমি আমার প্রিও লেখক এর সাধারন একজন পাঠক হয়ে বলতেছি, আমি হুমায়ূন স্যার / হিমু / মিসির আলিকে সম্মান করি , তার কবর যেখানেই হোক আমার মাথা বেথা নাই, সে জাহান্নামি হোক বা জান্নত বাসি হোক আমার পুলকিত হবার কারন নাই। সে নাস্তিক হোক বা ধার্মিক হোক সেটা তার একান্ত নিজের ইচ্ছায়। হিন্দি সিরিয়ালে ভেসে যাক দুনিয়া, আমার কোন দুঃখ নাই ,বাকের ভাই আর দ্বিতিও টা হবে না।

নতুন হয়তো আসবে তবে হিমু আর দ্বিতিও টা হবে না। আমি বিশ্বাস করি টি ভি চ্যানেল গুলতে এক যোগে হুমায়ূন আহমেদ এর সব নাটক, মুভি যতক্ষণ চলবে ততোক্ষণ আর বাকি সব ইন্ডিয়ান চ্যানেল বা অন্য ভিনদেশি চ্যানেল এর বাংলাদেশি টি, আর , পি শূন্যের কোঠায় নেমে আসবে। দুঃখ এখানেই আমারা Judgmental হয়ে যাই সবার ক্ষেত্রেই। আবুল হোসেন যেমন বাদ যায় না তেমনি হুমায়ূন স্যার / হিমু / মিসির আলিরাও বাদ যায় না। দুঃখ করো না, আমি তোমার কোন দোষ দেই না।

আমি শুধু চেয়েছিলাম তোমার কলম আর কিছুদিন চলুক , তাই আমি দুঃখিত!! আল্লাহ তোমার সহায় হোক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.