হুমায়ূন আহমেদ নিজেই বলে গেছেন- নূহাশপল্লীতে যেন তাঁকে সমাধিত করা না হয়। তিনি মনে প্রাণে চাইতেন না নূহাশপল্লী কবরস্থান হোক। এমন ক্ষণজন্মা মহাপুরুষের উপযুক্ত সমাধি হতে পারত নজরুলের সমাধি চত্বরে; কিংবা বুদ্ধিজীবী কবরস্থান; যেখানে শুয়ে আছে জাতির অনেক গর্বের ধনেরা। নোভা-শীলা-নূহাশের মত আমরা আরও লাখো জনতা; যাদের পাঠক হিসেবে জন্ম হয়েছে এই কীর্তিমানের লেখা পড়ে। সারারাত অনেক মিটিং-সিটিং শেষে একি শুনলাম! হুমায়ূন পত্নী'র হিমালয়সম অনড় অবস্থান বোধহয় গাজীপুর জেলা প্রশাসন আগেই আঁচ করতে পেরেছিল; তারা মহা যত্নে হোতাপাড়া-নূহাশপল্লী সড়ক সংস্কার করছে... বৃষ্টি সে সড়ক ভিজিয়ে দিয়ে যাচ্ছে; ওগো বৃষ্টি আমাদের চোখের পানি মুছে দাও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।