স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে. ব্লগে, ফেসবুকে,পেপারে সব যায়গায় দেখি লেখক হুমায়ূন আহমেদকে কোথায় সমাহীত করা হবে সেই কথা বলা হচ্ছে!..হুমায়ূন আহমেদ মারা যাবার পর তাকে নিয়ে এই আমার প্রথম স্টাটাস..একটা জিনিস বুঝতে পারছিলাম না..কারা ঠিক? তার ছেলে-মেয়ে,ভাই,প্রথম স্ত্রী, এবং মা? নাকি তার বর্তমান স্ত্রী যিনি মৃত্যুকালে লেখকের সাথে ছিলেন ২৪/৭? যিনি(শাওন) যানেন মৃত্যুকালে তার শেষ ইচ্ছা কি ছিলো! হয়ত তার ছেলেমেয়েরাই ঠিক কথা বলছেন। যেহেতু তাদের কাছে লিখিত ডকুমেন্ট আছে এবং আজকে প্রথম আলোর একটা অডিও তেও এক ই কথা শুনলাম যেখানে কবি নিজে বলে গেছেন তাকে যেন নুহাশপল্লীতে কবর দেয়া না হয়! এও ঠিক যে হুমায়ূন আহমেদ এখন কোন পরিবারের নয়,তিনি গোটা বাংলাদেশের।হয়তো তাকে ঢাকা ইউনিভার্সিটিতে কবি নজরুল ইসলামের পাশে কবর দেওয়া যেতে পারে অথবা বুদ্বিজীবি কবরস্তানে। একজন অতি সাধারন পাঠক হিসেবে আমি নিজেও চাই উনার কবর ঢাকা ইউনিভার্সিটিতে কিনবা বুদ্বিজীবি কবরস্তানে হোক। আবার অন্যদিকে যেভাবে চারদিকে শাওনকে দোষারোপ করে বলা হচ্ছে যে সে একরোখা কিনবা স্বার্থপর কিনবা শাওন একা কে কোন ডিসিশন নেবার? ..এসব কথা শুনলেও খারাপ লাগে কারন...যত যাই হোক শাওন হুমায়ূন আহমেদ এর বর্তমান স্ত্রী এবং মৃত্যূকালে তিনিই লেখকের পাশে ছিলেন। যত্ন নিয়েছেন। তার সাথে এতটা বছর সংসার করছেন। সে কি চাইবেনা তার স্মামীর আত্তা শান্তিতে থাকুক? অবশ্যই চাইবে! I personally think she has the absolute right to make any kind of decision about her husband. And I also think he should be buried as soon as possible.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।