মহাসাধক পৃথিবী সৃষ্টি হয়ে ঠান্ডা হল। অনেকদিন ধরে ঘুরে পৃথিবী বসবাসের উপযোগী হলো। প্রান এলো। অনেক প্রানী এলো। ঘুরে ফিরে তারা বিবর্তিত হল।
মানুষ এলো প্রথম। ধার্মিকেরা ভাবে আদম। অনেকদিন পৃথিবী ঘুরে পেলেন সঙ্গিনীর দেখা। হাওয়া। অসহায় দুজন মানুষ ঘর বাধলেন।
তারপর আসবে প্রথম মানব সন্তান।
এবার কল্পনাঃ
জন্ম দিতে গিয়ে মারা গেলেন মা। অযত্নে মারা গেল শিশুটি। নিঃসঙ্গ পিতা কাঁদলেন আমৃত্যু।
আবার কল্পনাঃ
তারপর বহুদিন পর মানুষ এলো আবার।
অনেকদিন পৃথিবী ঘুরে পেলেন সঙ্গিনীর দেখা। অসহায় দুজন মানুষ ঘর বাধলেন। তারপর আসবে মানব সন্তান। জন্ম দিতে গিয়ে মারা গেলেন মা। অযত্নে মারা গেল শিশুটি।
নিঃসঙ্গ পিতা কাঁদলেন আমৃত্যু।
আবার কল্পনাঃ
আবার কল্পনাঃ
আমি কি নাস্তিক হব না আস্তিক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।