বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility পোকেমন ও ফেইল হবার জোগাড় ।
আমি আমার জীবনে পোকেমন,ডিজিমন চিনতাম । ড্রাগন বল জেড ও চালানো যায় । পাওয়ার পাফ মাইয়্যাও ওকে !
কিন্তু ডোরেমন !
কি জাদু আছে তাতে ???
আমার কেজিতে পড়া ভাগ্নে ডোরেমন এর জগতে ভাসে তাও হিন্দী ।
না হিন্দী ইংরেজী বা জার্মান এ আমার কোন প্রকার ক্যাচাল নাই ।
তবে মাতৃভাষাকে আমি সবার আগে স্থান দেই । যতই তা দূবর্ল বা সবল হোক।
যে সময় তার মাতৃভাষা সঠিকভাবে গ্রহন করার কথা সেখানে ইংরেজী গলাধ:করণ করছে । তার উপর এখন নিজে নিজে কল্পনার জগতে খেলাচ্ছলে হিন্দীতে দুসরা তিসরা গণনা করছে !
যেটা অনেক ভয়াবহ ।
ভয়াবহ এই জন্যই বলছি যে মাতৃভাষা ব্যতী রেখে অন্য ভাষা দ্রুত গণনা করতে পারা !
আমি তার মধ্যে এই সুপ্ত প্রতিভার পরিষ্ফুটন দেখছি !
সে অংক করে ইংরেজীতে কিন্তু প্রয়োজনে হাতের কড়া ধরে গণনার সময় মাঝে মাঝে নয় বরং প্রায়ই হিন্দীর প্রয়োগ করে ।
কেউ কেউ মনে করবে বিদেশী ভাষার প্রতি আমার অবাধ চুলকানী আছে । তা ভুল ।
আমার চুলকানী হল নিজ মাতৃভাষায় অগ্রজ প্রদর্শনপূর্বক অন্য ভাষায় পারদর্শী হওয়া ।
সেখানে সে ব্যর্থতার সিড়ি ধরে এগুচ্ছে !
বোনকে বুঝিয়ে লাভ নাই । ঢাকা তথা পুরো বাংলাদেশ ডোরেমন আর হিন্দী সিরিয়াল এর সাগরে ডুবছে আর ভাসছে ।
আমিও হিন্দী সিরিয়াল দেখতাম । ভৌতিক কয়েকটা যা ভাল লাগত তা ইংরেজী এক্স ফাইলস এর জন্য যেমন প্রযোজ্য, তেমনি প্রয়াত হুমায়ূন সাহেব এর অদেখা ভুবন এর জন্যও ।
কিন্তু হিন্দী মানেই অজ্ঞান ! এই ছাগ চিন্তায় বিভোর ছিলাম না ।
আমি জীবনে যতটুকু কার্টুন দেখেছি ও এখনও দেখি তা খুব কম মানুষই দেখে । যারা টুন প্রেমী তাদের দলের পথিক বলা যায় ।
যেখানে আমার টুন দুনিয়ার ভাষার মাধ্যম প্রথমেই ইংরেজী তারপর জার্মান ও কালেগর্ভে বাংলা,হিন্দী বা ফরাসী । তবুও ইংরেজী আমাকে ছাপিয়ে উঠতে পারে নাই । সেখানে আমার ভাগ্নে অবস্থা চিন্তার বিষয় ।
ও যখন আমার কাছে এসে বলল তুম মেরে সাথ খেলোগে ! তখন ব্যাপারটা হালকা নিলেও ঘন ঘন সে হিন্দী ও ইংরেজীর ব্যবহার করছে । এমনকি আমি যখন বুঝাই যে বাংলাই শুধু বুঝি তখন তার কথা গুলির অর্থ সে বাংলাতে বুঝাতে পারে না !
আমাকে বলে,, কাম্মন মামা, তুমি বুঝি না কেন ? সবাই বুঝে ! ? আমার স্কুলে সবাই ডোরেমন এর সাথে কথা বলে তুমি ডোরেমন বল না ! (মানে সে এটাকে হিন্দী ভাষা বুঝিয়েছে)
তাকে এক, দুই তিন শিখানোর কিছুক্ষণ পর অটো গাড়ির মত এক দো তিন বলে ব্যাপারটা অনিচ্ছাকৃত ।
কিন্তু অনেক মর্মদায়ক ।
মেজাজ গরম । যদিও ডোরেমন সুন্দর তথা কিউট কিন্তু মায়াময় উপস্থাপনায় আমার কোমলমতি ভাগ্নের উপর খারাপ প্রভাব ফেলছে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।