আমাদের কথা খুঁজে নিন

   

ডোরেমন নিয়ে কিছু কথা

দেশকে ভালবাসি, কিন্তু দেশের জন্য কিছুই করতে পারি নাই বলে, নিজেকে খুব ছোটলোক ভাবি আজ পত্রিকায় দেখলাম, ডোরেমন বন্ধ করবার জন্য সংসদে বিষয়টি উথ্থাপিত হয়েছে Click This Link ডোরেমন নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। হ্যা এটা অবশ্যই ভাবনার বি‌ষয় যে জাপানিজ এই কার্টুনটি হিন্দিতে এবং শুধুমাত্র হিন্দি চ্যানেল গুলোতেই দেখান হচ্ছে। তাই জনপ্রিয় কার্টুনটি বাচ্চারা হিন্দিতেই দেখতে পাচ্ছে। এমনিতেই আমাদের দেশে শিশুদের জন্য ভাল কোন বিনোদনের ব্যাবস্হা নেই তার উপর শুধু হিন্দি ভাষার দোহাই দেয়াটা আসলেই কতটুকু যুক্তিযুক্ত? টিভি খুল্লেই যেখানে হিন্দি চ্যানেল গুলোর দাপট সেখানে একটা কার্টুনকেই কেন শুধু শুধু বেছে নেয়া হবে? কেন সব হিন্দি চ্যানেল গুলোকে নয়। বাসা বাড়িতে যখন মা-খালারা বাচ্চাদের নিয়ে হিন্দি সিরিয়াল গুলো দেখছে তখনও কি তারা হিন্দি শিখছে না? আমিতো অনেক বাড়িতেই দেখেছি মায়েরাই তাদের সন্তানদের নিয়ে হিন্দি মুভি থেকে শুরু করে হিন্দি সিরিয়াল, নাচ-গানের অনুষ্ঠান সব এক সাথে বসে দেখছে।

তাতেকি তারা হিন্দি শিখছে না। আজকালতো মায়েই এই বিষয়ে বেশি অগ্রগন্য। তারা নিজেরাও দেখে, সাথে সাথে বাচ্চারাও দেখে। ঈদ পার্বনে বাচ্চাদের হিন্দি নাম ওলা জামা কিনে না দিলেতো ঈদই হয়না। ব্যাবস্হা যদি নিতেই হয় তবে গোড়া থেকেই নেয়া উচিৎ।

একটা কার্টুন বন্ধকরে এর প্রতিকার আদও কতটুকু হবে তা সময়ই বলে দেবে। ছবি: ইন্টারনেট  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।