আমাদের কথা খুঁজে নিন

   

ডোরেমন... উপায় কি নাই কোন ???

“ডোরেমন”... নতুন করে বলার কিছুই নেই । আজ পর্যন্ত শুধু শুনেই আসছিলাম... আজকে নিজ চক্ষে দর্শন করতে হইল । আমার বাসায় বেশী পিচ্চি কেউ নেই । তাই ডোরেমন দেখে না কেউই... বন্ধুদের কাছে শুনতাম... ছোট ভাই বোন সারাদিন ডোরেমন দেখে । কাহিনী শুনতাম আর হাসতে হাসতে গড়াগড়ি খেতাম ।

কে জানতো একদিন আমি এই আজাইরা জিনিসের শিকার হব ??? সন্ধ্যায় বাসায় এক নতুন প্রতিবেশী আসছিলেন । সাথে চার-পাঁচ বছরের এক বাচ্চা । একটু সময়েই আমার সাথে বেশ ভাব হল । খারাপ না ভাব হওয়া... তখনও কিছুই বুঝি নাই । একটু পরে দেখি আমার সাথে হিন্দি কথা সুরু করসে... “ নবিতা তুম বারেহি বুরে হো” , “ডোরেমন ভো গেজেট মুঝকো দে দো” ... আরও কতকি ।

কি রে ভাই কি ঝামেলায় পরলাম... ছোটভাই সাথেই ছিল । বুঝলাম এইটাই আমাদের ছোট্ট ভাই বোনদের প্রিয় কার্টুন ডোরেমন । হায়রে ডোরেমন !!! মিনা কার্টুনকে একেবারে মাটিতে ছুড়ে দিল ... আমি যেই সময়ে বলতাম “মিঠু... তুমি কত্ত বালা” সেই সময়ে আজকের বাচ্চারা বলে “নবিতা জালদি হোমওয়ার্ক পুরা কারও” । ওয়াও !!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।