আমাদের কথা খুঁজে নিন

   

ডোরেমন কার্টুন ও আমাদের শিশুরা

Liberty lies in the hearts of men and women. When it dies there, no constitution, no law, no court can save it. No constitutions, no law, no court, can even do much to help it. While it lies there, it needs no constitution, no law, no court to save it আমাদের দেশের শিশুরা ও আমার জানামতে ভারতসহ এই উপমহাদেশের শিশুরা বর্তমানে ডোরেমন কার্টুনের ভক্ত। তাদের এমন কোন দিন যায় না যেদিন তারা ডোরেমন কার্টুন দেখা থেকে বিরত থাকে। এমনকি বাবা-মায়েরাও ডোরেমন কার্টুন দেখা থেকে শিশুদের বিরত রাখতে পারে না। সম্প্রতি আমিও আমার বাচ্চার সঙ্গে ডোরেমন কার্টুন দেখলাম। আমার বাচ্চার দেখা আর আমার দেখা নিঃসন্দেগহ ভিন্ন ছিল কারণ আমি প্রকৃতপক্ষে আবিষ্কার করত চেয়েছি, এই কাটুনে শিশুবিরোধী বা দেশবিরোধী বা শিশুদেরে স্বাভাবিক বেড়ে ওঠার জন্য আপত্তিকর কিছু আছে কিনা।

আমার পর্যবেক্ষণ হলোঃ ১। এই কার্টুনের স্ক্রিপ্ট কোনভাবেই খারাপ কিছু না বরং শিশুদেরকে তাদের পরিবেশ ও অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল করতে সক্ষম ২। শিশুদের সামাজিকতা বোঝাতে সক্ষম এই কার্টুন, পড়ালেখা, হোমওয়ার্ক সময়মতো সম্পাদনের তাগিদ রয়েছে এতে ৩। ফ্যান্টাসি শিশুদের অন্যতম একটি বিষয় যা এ কার্টুনে রয়েছে ৪। নেই দেশ, জাতি, গোষ্ঠীবিরোধী কোন বক্তব্য তবে বর্তমানে যে ডোরেমন কার্টুন দেখি তা হিন্দি ভাষায় যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়, নিদেনপক্ষে ইংরেজী হলেও চলতো উপায়ও নাই।

কারণ চ্যানেলগুলো ভারতের নিয়ন্ত্রণে, তবে আমাদের তথ্য মন্ত্রণালয় ও সরকার এ বিষয়ে বিশেষ পদক্ষেপ নিতে পারে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।