জীবনকে সহজভাবে দেখার চেষ্টা করি
আজ সকাল ৮টায় আজিমপুরে আমার ছোটভাই সম্রাট দাঁড়িয়ে ছিল। নতুন এসেছে বুয়েটে,সবকিছুর সাথে হয়তো পরিচিতও হতে পারেনি ভালভাবে। হয়তো তাই আর ভাল লাগছিলনা হলে। মিরপুরে বোনের বাসার উদ্দেশ্যে তাই সে রওনা দেয়। আসলে এটা খুব স্বাভাবিক।
আমরা যারা হলে থাকি সবারই এটা হয়। প্রথম প্রথম হলে ভাল লাগেনা। মন পড়ে থাকে বাসা বা আত্মীয়স্বজনের কাছে। কিন্তু সেই টানটাই যে তার জীবনে কাল হবে কে জানত?একটি উইনার বাসের ধাক্কায় করুণ মৃত্যু হয় তার। এখান দিয়ে আমি প্রায় প্রতিদিন-ই যাওয়া আসা করি।
এমন মৃত্যু তো নেমে আসতে পারতো আমার জীবনেও। সম্রাট-তো তাও মরে বেচে গেল। কিন্তু তার পরিবার?১২ বছরের অসাধারণ শিক্ষাজীবন,৩ মাস কোচিং এ অসম্ভব খাটুনি,৬ মাস অপেক্ষার পর দেশের শ্রেষ্ঠ এ বিশ্ববিদ্যালয়ে তার পদচারনা মাত্র ৫ দিনের???কত স্বপ্নই তো তার ছিল জীবনকে ঘিরে। একমাত্র ছেলে পরিবারের,তাকে ঘিরে বাবা-মার কত স্বপ্ন। আর কোনদিন সে ফিরে আসবে না।
বোনটি আর কোনদিন ফিরে পাবে না তার ভাইটিকে। 0910004 রোলের ছাত্রটি আর কোনদিন সাড়া দেবে না ক্লাসে। একজন বাসচালকের অসতর্কতা কত কিছু বদলে দেয় মানুষের জীবনে?এর উপযুক্ত শাস্তি না হলে এমন ঘটনা বারবার ঘটতেই থাকবে। ঘটে যেতে পারে আপনার বা আপনার প্রিয় কারো জীবনে,আসুন আমরা একসাথে এর প্রতিকারে ব্যবস্থা গ্রহণ করি। সবাইকে সাথে পাব এ কামনা রইল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।