আমাদের কথা খুঁজে নিন

   

একটি মৃত্যু কি শুধু একজন ব্যক্তির মৃত্যু ? নাকি তার পরিবারের মৃত্যু ? সৃষ্টিকর্তার কাছে উওর চাই ।

না

এ লেখাটি পড়ে অনেকে হয়তো আনদ্ন পাবেন না । কেননা এখানে কম্পিউটারকে সুন্দর করতে কোন মজাদার টিপস নেই । আওয়ামিলীগ, বি ন পিকে নিয়ে গালাগালি নেই ; তাদের একপক্ষের সুনাম কিংবা দুর্নামের রসময় কোন উক্তি নেই । নেই এখানে হলিউড, বলিউড, ঢালিউডের নায়ক-নায়িকাদের তুষ্টময় কাহিনী বা ছবি । আছে দুটি পরিবারের দুর্বিসহময় জীবনের করুন চিএ ।

১। মোসতাক মিয়া পেশায় একজন একটি বেসরকারি কোম্পানির গার্ড । সহধর্মিনী ২ মেয়ে ও ১ ছেলে নিয়ে তার পরিবার । বড় মেয়ে এস এস সি পাশ করছে, ছোট মেয়ে ষষ্ঠ শ্রেনীতে, আর ছেলে অষ্টম শ্রেনীতে পড়ে । একদিন হঠাৎ জানতে পারলাম সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে ।

একথা শুনে চোখে পানি ধরে রাখতে পারলাম না । নিজের অজান্তেই কয়েক ফোটা পানি চোখ দিয়ে গড়িয়ে পড়ল । এখন আপনারাই বলেন এ মৃত্যু কি শুধু মোসতাক মিয়ার মৃত্যু ? নাকি তার পরিবারের মৃত্যু ? আমি উওর চাই । জানেন মাঝে মাঝে সৃষ্টিকর্তার প্রতি খুব অভিমান হয় আল্লাহ কেন তুমি আমাদের সৃষ্টি করলে ? যদি সৃষ্টি করলেই তবে কেন এতো দুঃখ কষ্ট দিলে ? যদি দুঃখ কষ্ট দাও ই তবে মেনে নিবই বা মেনে নিতেই হবে, কিন্তু এধরনের দুঃখ কষ্ট কেন দিলে ? আমি জানতে চাই মোসতাক মিয়ার পরিবারের ব্যয় ভার কে বহন করবে ? তার দুই মেয়ের বিয়ে কেমন করে হবে ? আমি উওর চাই । উওর চাই ।

তুমি যখন মোসতাক মিয়ার জীবন নিলে সেই সাথে কেন তুমি তার পরিবারের অপর চারটি প্রাণ কেড়ে নিলে না ? এদেরকে তুমি বেচে রেখেই মেরে ফেললে না ? ২। আমার দেখা বেশ কিছুদিন আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে । এতে নবম শ্রেনীর এক ছাএের অকাল মৃত্যু হয় । পরে আমি জানতে পারলাম সে ছিল তার বাবা-মা এর একমাএ সন্তান । এখন আমর প্রশ্ন তাব বাবা-মা কে আমরা কি বলবো ? কি বোঝাবো ? সান্তনার ভাষা কি কারো কাছে আছে ? তুমি যা আমাদের দাও তা এতো নির্মমভাবে কেন কেড়ে নাও ? উওর দাও আল্লাহ ।

উওর দাও । আমি জানি এসবের উওর হয়তো আমাদের কাছে নেই; শুধু তোমার কাছে আছে । তবে আল্লাহ তোমার কাছে লক্ষ কোটি অনুরোধ তুমি এমন মৃত্যু দিও না; যেখানে পৃথিবীতে আর বেচে থাকার অবশিষ্ট অবলম্বন টুকু থাকে না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.