সাত যাত্রী নিখোঁজ হয়েছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবিতে ।
জামালগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক জানান, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের কাছে বালুবাহী একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।
“ট্রলারে ১৫/১৬ জন যাত্রী ছিলো। তাদের মধ্যে ৮ জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। ”
তাৎক্ষণিকভাবে নিখোঁজ যাত্রীদের পরিচয় জানাতে পারেননি এসআই জিয়াউল।
তিনি বলেন, “ট্রলারটি পানির অনেক নিচে তলিয়ে গেছে। ফলে এটা উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। তবে চেষ্টা চলছে। ”
দুর্ঘটনাকবলিত ট্রলারের যাত্রী নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার জিকু মিয়া সাংবাদিকদের জানান, যাত্রীবাহী ট্রলারটি জামালগঞ্জের সাচনাবাজার থেকে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় যাচ্ছিলো। ভোরে দুর্ঘটনার সময় যাত্রীরা ঘুমিয়ে ছিলেন।
হঠাৎ প্রচণ্ড ধাক্কায় ঘুম ভাঙ্গলে জিকু বুঝতে পারেন, তাদের ট্রলার তলিয়ে যাচ্ছে। এরপর কোনোক্রমে বের হয়ে সাঁতরে তীরে উঠেন তিনি।
ফেনরাবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান, স্থানীয় প্রশাসন, পুলিশ ও এলাকাবাসী ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।