আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় লেখকঃ যে চিঠি আপনি পড়বেন না.....................

প্রিয় লেখক, আজ আপনি চলে গেলেন, যদিও আরো কিছুদিন থাকা প্রয়োজন ছিলো আপনার। আজ শুধু আপনি মারা যান নি, আপনার সাথে হিমু মারা গিয়েছে, আপনার সাথে মিসির আলি মারা গিয়েছে, আপনার সাথে মারা গেলো শুভ্র নামের ছেলেটিও। রূপা, মীরা, নিতু ওদের সাথেও আর দেখা হবেনা। আমার মত অনেকেরই বইমেলায় যাবার অভ্যেস হয়েছিলো আপনারই কারণে, আমার মত অনেকেই বৃষ্টিতে ভিজতে শিখেছিলো আপনারই জন্যে, জ্যোৎস্না- স্নান এর শিক্ষক তো আপনিই ছিলেন!!! আপনি না থাকলে গভীর রাতের ঢাকার রাস্তার রহস্য কয়জনই বা জানতো??? বাংলাদেশের এই প্রজন্মকে পাঠক হিসেবে গড়ে তোলার কৃতিত্ব শুধু কাজী আনোয়ার হোসেন এবং আপনার, আর কারো না। অনেককেই বলতে শুনেছি- "হিমু হচ্ছে হুমায়ুন আহমেদ এর একটি ব্যবসাদার চরিত্র।

" কিন্তু তারাও আপনার বই পড়েই রাতবিরেতে হেসে উঠতো, কখনো উদাস হয়ে আনমনে আকাশে তাকিয়ে আপনার ভাষাতেই বলে উঠতো- "প্রকৃতি বড়ই রহস্যময়" অথবা "জীবনটা খারাপ না তো!!!" জেনে রাখবেন, যতদিন আমরা বৃষ্টিবিলাস এ মেতে উঠবো, যতদিন রূপালী আলোয় জ্যোৎস্না-স্নান হবে, যতদিন উদ্দেশ্যহীন ভাবে রাতবিরেতে আমরা হেঁটে যাবো, আপনি বেচে থাকবেন আমাদেরই মাঝে, আমাদের মনে, আমাদের মননে। আমরা আছি- আপনার বৃষ্টি বিলাসে, আপনার জ্যোৎস্না বিলাসে। আমাদের এখনো পাবেন ঢাকার নিস্তব্ধ রাস্তায়। শরীরের মৃত্যু ঘটে, আত্মা মরে না। আজ আপনি, হিমু, মিসির আলি, শুভ্র, রূপা, মীরা, নিতু রা মারা গেলেও জানি, আপনি ও আপনারা থাকবেন, ভালো ভাবেই বেচে থাকবেন আমাদের এসব পাগলামিতে।

ভালো থাকবেন ...........................। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.