আমাদের কথা খুঁজে নিন

   

কৃষ্ণ বিড়াল

খাবলা দিয়া কন্যার ঠোটের তিল নিয়া যায় মনচিল... মা কালির চামড়ার পাপশে মোড়ানো চোখের বারান্দায় হেটে যায় মাঝ রাতের কৃষ্ণ বিড়াল। কত কথা উড়ে ঘুরে ডানা ঝাপটিয়ে মুখ থুবরে পড়ে শত আহত কথা। আহারে... আয়ান ঘোষ কন্যার ঠোট কামড়ায় বৃষ্টি নামায় চোখের বারান্দায়... নোনতা বৃষ্টি পানি পান করবো বলে টাকিলা খাওয়ার বিরতী নিয়েছি বহুকাল। কাবার পবিত্র সে পাথরের লাগান কন্যার চোখ চুম্বনে চুম্বনে নিজের পাপ মোচন করার এই তো সুযোগ... [যার চোখ দেখে হুদাই ভালো লাগে তাকে] ১৯/৭/২০১২ রুপনগর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।