শেষ বলে কিছু নেই
কালো ছড়িয়ে যায়,
ঢেউয়ে ঢেঊয়ে আছড়ে পড়ে সময়ের তীরে
রঙহীন আকাশের নীচে ঘননীল মহাসামুদ্রিক উচ্ছ্বাস
নীল শুধু বিভ্রম, শুধু মায়া;-
আলোকতত্ত্বের জাগতিক ছলনায়
ক্ষুধার্ত আলোর জিব গিলে নেয় কৃষ্ণকান্তি জীবনের শ্বাস!
অনেক জন্ম ঘুরে
রং-বেরং বিচিত্র স্বপ্নকণা ছুঁয়ে
কৃষ্ণকান্ত আজ অন্ধ জাতিস্মর;
আলোর উত্তুঙ্গ শিখরে হাত রেখে
নক্ষত্রের অপরিমেয় আলোক বিকিরণের ওপারে
সে দেখেছে ‘কৃষ্ণ গহ্বর...
কৃষ্ণ ছড়িয়ে যায়-
ঢেউয়ে ঢেঊয়ে আছড়ে পড়ে সময়ের তীরে;
কৃষ্ণ গড়িয়ে যায়
বলের মত, অযুত নিযুত নক্ষত্রের ভীড়ে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।