আমাদের কথা খুঁজে নিন

   

কৃষ্ণ কীটের গান

যে জলে তোমার ছায়া পড়ে না, সেই জল তুমি স্পর্ষ করো না, খোঁজ অন্য জল....

আমি শিরোনামহীন মৃত্যু অথবা আলোর অপেক্ষায় থাকা কোন অন্ধ কীট। আলো আছে, অথচ দেখি না, তবু অপেক্ষায় থাকি আমি আলোর আপেক্ষায় থাকি অথচ আমি অন্ধ কৃষ্ণ কীট। আমি অসুস্থ অন্ধ কীট, আমি তোমার জানালায় দাঁড়িয়ে একদিন গভীর রাতে তোমার নাম ধরে ডেকেছিলাম। তুমি তখন স্বাপ্নিক সমুদ্র তটে খেলা করছো বালি দিয়ে, তারপর রক্ত দিয়ে। তুমি খেলা করে যাও চিরকাল নির্বোধ নারী, তোমার সাবলীল ভঙ্গিমায় চিরকাল ক্রুশবিদ্ধ করে যাও কৃষ্ণ কীটদের, কেননা তারা অন্ধ - চোখে দেখে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।