আমাদের কথা খুঁজে নিন

   

কৃষ্ণ বৃষ্টি (লিরিক)

সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ.. কৃষ্ণাকাশে অন্ধকারে চুপসে পরে চোখের জলে মন খারাপের এই অবেলায় হঠা্ৎ করে মুচকি হাসায় মেঘের কোনে মেঘ হাসে চুপটি করে ফুলের ধারে বৃক্ষের পাতায় জলের তোরে কৃষ্ন কালো মেঘের পারে এই খানে দুর প্রবাসে চমক দিয়ে সন্ধ্যা আসে জ্বল জ্বলিয়ে তন্দ্রা হারায় আকাশ কুশুম স্বপ্ন মাতায় আবার দেখ একটু পরে রোদ হেসে যায় গহিন কোনে কামরাঙ্গা ওই মুখের ভাজে তোমায় দেখি স্বপ্ন ভাবায় বৃষ্টি নেশা এই প্রবাসে মাঝ গগনে সুরের ভেলায় তোমার সেই কৃষ্ণ চুলে মন পরে রয় কস্ট হারায় গুমরে গুমরে মনে পরে রোজ পিয়াসি অনেক দুরে সীতাকুন্ডের পাহাড় ভেজা কাব্য ঝড়ে বৃস্টি নেশায় কিলবার্ন। লন্ডন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।