আমাদের কথা খুঁজে নিন

   

কৃষ্ণ বিলাস


তখন শূক্লপক্ষের মধ্যভাগ

কৃষ্ণপক্ষের আগমন এখনও দেরি।
মাঝের সময়টুকু
আলো-আঁধারের অক্লান্ত লুকোচুরি।

কখনও আঁধার ডুবে সোনালী নক্ষত্রের সুদীপ্ত অহংকারে,
কখনও বা সোনালী আলো হারায় নিষ্ফলতার কৃষ্ণ গহ্বরে।

কৃষ্ণপক্ষরা এখনও নির্র্াক।



এক্ষেত্রে
তোমার প্রতিনিধিত্বটায় বড় গোলমেলে।



তুমি ঊষাতে কৃষ্ণপক্ষের তো সাঁঝেতে শুক্লর।
তোমার শরীরে শুক্লের অমোঘ প্রতাপ, আর
বুকেতে শ্রাবণী কান্নার নিশব্দ বেদনাতুর হাহাকার।

আমি বেদনার বিলাসিতাকে গায়ে মাখি,
শ্রfবণের শেয়ালের স্নানের মত, আর
তোমার শরীরী উষ্ণতাকে সমাগত রাখি,
রাঙাতে রক্তক্ষরণে সুখের অবসর।



আর তোমার বিপরীতে আমি-

যখন আমি সুখের সুযর্ বাড়ীতে বসত করি
দু:খের আমন্ত্রণে তখন সুখের বসত ছাড়ি।

সুখটা ভরা বরষার,
দু:খটা তিক্ষ্ণ খরার।



খরাতেও তুমি, বরষাতে তুমি।
সুখে তুমি, দু:খেও তুমি


আলমগীর কবির
16-Mar-14 11:13:49 PM
দর্শনা। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।