নিজেকে অসাধারন ভেবে প্রতিটা দিন শুরু করে দিন শেষে ফিরে পাই, আমি একজন খুব সাধারন। অতি সাধারন একজন। ছোটবেলায় মনে পড়ে না কিছু হতে চেয়েছিলাম কিনা। এখনো ঠিক এমনই আছি। পুরাতন যে কোন কিছু খুব ভালবাসি।
নতুনকেও সর্বদা স্বাগতম জানাতে কোন ক্লান্তি নেই। খুব সাধারন এক প্রিয় সন্মানিত সামু মডারেটর,
গত কয়েকদিন যাবত বাতাসে একটা
খবর ভেসে বেড়াচ্ছিল।
বাংলাদেশের বিশিষ্ট কোন এক হ্যাকার
নাকি হেফাজত ইসলামের সাথে যোগ
দিয়ে ইসলাম বিরোধী ব্লগ এবং সাইটগুলো
হ্যাক করিতেছে।
যাহাদের লিস্টে
প্রিয় সামু ব্লগ
আমু ব্লগ
প্রথম আলো পেপার
রহিয়াছে।
প্রিয় সামু ব্লগ নাকি হ্যাক হইয়াছে
এই মর্মে ফেজবুকে অনেকে স্ট্যটাস দিয়েছিল।
আমি বিশ্বাস করিয়াছি।
কারণ কয়েকদিন যাবত চেষ্টা করিয়াও
প্রিয় সামু ব্লগে আসতে পারতেছিলাম না।
আসলে কি হইয়াছিল?
মডারেটরের দৃষ্টি আকর্ষণ করতেছি। ইচ্ছে করলে প্রিয় ব্লগার বন্ধুরাও কমলদাসের জিজ্ঞাসার জবাব দিতে পারেন। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।