আমাদের কথা খুঁজে নিন

   

সন্মানিত প্রধান মন্তৃকে অভিবাদন

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা দল হিসেবে আমি B.A.L. কেও সমরথন করিনা B.N.P. কেও না জনাব এরশাদের পার্টিকে বহু পূর্বে না, জামাত তো গননায় নেই। কাকে সমর্থন করব, সেটা ঠিক করাও কঠিন। কারন সকলে নিরবাচনের পূর্বে এক ধরনের আচরন করেন, নির্বাচিত হবার পর প্রায়সই জানা যায় ওয়াদা না রাখার পরযায়ে চলে যান। ব্যতিক্রম সব ক্ষেত্রেই থাকে, আমার ধারনা সমিক্ষাতেও থাকবে। তবে বিশ্বব্যংক এর নিকট চ্যলেঞ্জ ছুড়ে দেবার জন্য সন্মানিত প্রধান মন্তৃকে দেরিতে হলেও অভিবাদন। অনুরোধ করব বিশ্বব্যংক, আই এম এফ, এশিয়া ব্যংক এ জাতিয় শোষনকারী প্রতিষ্ঠান থেকে ঋন বা সাহায্য না নিয়ে দেশ গড়তে সরাসরি জনগনের কাছ থেকে আরথিক অংশগ্রহনে আরও সাহসি ভূমিকা রাখবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.