আমাদের কথা খুঁজে নিন

   

শিল্পীর তুলিতে

সাদৃশ্যের ভার থেকে মুক্ত হয়ে ফুটে ওঠে রঙ- আকুল আকাশের দিকে চেয়ে আছে ভিটেছাড়া মানুষের দল এই প্রতিকৃতি বড় বেশি বাঙ্ময়, বড় বেশি বিঁধে চোখের স্নায়ুতে। রোদ্দুরের গাছে ওড়ে রঙিন ওড়নার মতো দিন কিছু কিছু মুখচ্ছবি উঁকি দেয় অস্পষ্ট বেদনার মতো এমত তুলির টান জলের গভীর থেকে উপমা নিয়ে উড়ে যায় প্রিয় লোকগীতে। স্বপ্নগুলো বর্ণময়।ব্যর্থ মানুষের মতো বহুবর্ণ-রঙিন। মাড়ানো ফলের মতো থেঁতলে যাওয়া স্বপ্নের বীজ এসবও কেমন আত্মমুখী উল্লাসে উড়ে যায় দক্ষিণায়নের দিকে- তোমার তুলিতে। শুধু কেমন বিস্মৃত থাকে মানুষের মুখচ্ছবি মানুষের মতো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.