জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। প্রাগৈতিহাসিক উনুন তোমার শরীর মানবী, প্রগাঢ় উষ্ণতা ধিকি ধিকি জ্বলে কামনার তাপে; রন্ধন শিল্পীর শৈল্পিকতা নিয়ে একজন কবি বিমূর্ত মূহুর্তে অনভিজ্ঞ হস্ত থর থর কাঁপে। তার কৌশলে সুস্বাদু হবে কি না খাবার-দাবার, ভীত সন্ত্রস্ততায় কম্পিত হাতে জ্বালায় অনল; সুখধ্বণি-আর্তনাদে জেগে ওঠে শরীর তোমার, রক্ত বিন্দু হতে ক্রমশঃ দোহনে ঢেলে দেয় জল। কেঁপে ওঠে বিশ্ব চরাচর, রমনের শিৎকার, খনির অতলে আবিস্কৃত হয় অজস্র রতন, তখনও সুস্থির কবিবর নাহি কোন বিকার; ভিসুবিয়াসের অগ্নিমুখে হয় লাভার পতন। অন্ধকারে ঝিকিমিকি তোমার শরীরের জোনাকি, অবসাদ ঝেড়ে কুলায় ফিরে ফের ভোরের পাখি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।