আমাদের কথা খুঁজে নিন

   

নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে

আমি ৫০০৯৩ নম্বর ব্লগার শুভেচ্ছা সবাইকে। অনেকদিন ব্লগে আসতে পারিনি। এটা একদিকে যেমন কষ্টের অন্যদিকে তেমনি অনেক কিছু থেকে বঞ্চিত হওয়া। আমরা যারা ব্লগের নির্ধারিত শিল্পী মানে নিয়মিত ও ভাল ব্লগার যারা ব্লগটাকে কিছু নষ্ট ব্লগারের হাত থেকে রক্ষা করে চলেছি তারা নানা কারনে অনেক সময় ব্লগে আসতে পারি না। ব্লগের নির্ধারিত শিল্পী কারা দেখে নেয়া যাক--------------- অন্যমনস্ক শরৎ অন্ধ আগন্তুক সুলতানা শিরিন সাজি হাসান মাহবুব রাজসোহান রেজোয়ানা শ।

মসীর শিপুভাই সবাক রোবট ভিশন অসামাজিক গানচিল জিশান শা ইকরাম আকাশের তারাগুলি রাজামশাই কুঁড়ের বাদশা লেখাজোকা শামীম ইমন জুবায়রে কৌশিক অর্ফিয়াস জুলর্ভাণ র্দূভাষী জিকসেস স্বদেশ হাসনাইন দুখী মানব নস্টালজিক শিরিষ জীবনানন্দদাশের ছায়া অনিক শোশমিতা সমুদ্র কন্যা রুদ্রপ্রতাপ মিলটন জুন নস্ট কবি অরূদ্ধ সকাল সায়েম মুন শায়মা দিনমজুর মুহিব সাদাকালোরঙিন আমিনুল ইসলাম হানিফ রাশেদীন আল মনসুর অমিত চক্রবর্তী আকাশ অম্বর নির্ঝর নৈঃশব্দ শূণ্য উপত্যকা উধাও ভাবুক গুরুজী রনি আহমেদ মতিউর রহমান সাগর মুকুটহীন সম্রাট সুরঞ্জনা নিমা কালপুরুষ ইসরা করবি তারার হাসি মেঘদুত সুনীল সমুদ্র চতুষ্কোন স্তব্ধতা’ সকাল রয় পারভেজ আলম নীল কষ্ট সত্যবাদী মনোবট ইষ্টিকুটুম সেবু মোস্তাফিজ আকাশ মামুন আকাশটালাল ছন্দহীন মেঘ বলেছে যাবো উশৃংখল ঝড়কন্যা স্বপ্ন কথক দুখী মানব কমুনা মাহব১৫৪ হুপফুলফরএভার কাঠফুল কাঠের খাচা সামহেপি আমি সৎকার বিহীনৃ. নৈশচারী সরল মানুষ কালিদাস রঙপেন্সিল স্বপ্নশিকারী বিপ¬বকান্তি রুদ্রমরু দর্পন আলীম আল রাজি। পাহাড়ের কান্না নিঃসঙ্গ জলপতনের নিরবতা দুরন্ত স্বপ্নচারী অলস ছেলে যীশু রাত্রি ২০১০ চিঠি রিমঝিম বর্ষা মোটা মানুষ প্রাঞ্জল আর, এইচ, সুমন অসময়ের আমি মিটন আলম রোকন নাইহান ইচ্ছে স্বাধীকার তূর্জ্য প্লি¬ওসিন অথবা গ্ল¬সিয়ার অদ্ভুত হাসান জোবায়ের সহেলী ফেরদৌসী শতরূপা মানবী ভোরের তারা রক্তিম কৃষ্ণচূড়া ঝৎধনড়হর তৃথা ফারা তন্বী ফুল পরী মৃন্ময়ী সৈয়দা আমিনা ফারহিন কাব্য অতৃপ্ত আত্মা সিটিজি৪বিডি আমি শুভ্র মোসাব্বির একাকী বালেক নেফারতিতি মহাবিশ্ব অদৃশ্য সত্তার বাক্যলাপ এবং সকল ব্লগার এবং লেখেয়াড় !!! কিন্তু একি! আমাদের এই কিছু সময়ের অনুপস্থিতেতে যে অনেক নতুন ব্লগার এসে অনেক যায়গা দখল করে নিয়েছে। না কথা সেটা নয়, নতুন ভাল ব্লগারদের সুস্বাগতম, কিন্তু পুরাতন অনেক নষ্ট ব্লগারদের দেখি দৌরাত্ম অনেক বেড়েছে। তবে কি, ভয়ের কিছু নেই, আমরা নির্ধারিত শিল্পীরা আবার এসেছি এবং থাকবো, যারা ছিলেন তারা তো থাকবেনই। কারনে আমরাইতো, মানে ভালরা, একটি ভাল পথ তৈরী করি আর অন্য সব ভাল-খারাপেরা সেই পথে চলে।

ধন্যবাদ সকলকে। ভাল থাকুন। শুভ ব্লগিং। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.