প্রদীপ হালদার,জাতিস্মর। শিল্পীর হাতে সেজে উঠে
তুমি দাঁড়িয়ে দেবতার আসনে।
নতুন পোষাকে গিয়েছি সেখানে
প্রণাম জানিয়ে দু চোখ ভরে দেখতে।
বহু মানুষের ভিড় উপেক্ষা করে
তবু গিয়েছি তোমারই সামনে।
দু চোখে তাকিয়ে আমার দিকে
শিল্পীরই হাতে নিজেকে সাজিয়ে।
বহু মানুষের ভিড়ে হারিয়ে
কখন ভুলে গিয়েছি তোমাকে।
আমার আশেপাশে দেবতার আসনে
কত সুন্দরভাবে নিজেকে সাজিয়ে
দেবতা হয়ে আমার পাশে দাঁড়িয়ে।
নতুন পোষাকে নিজেকে সাজিয়ে
আমারই আশেপাশে দাঁড়িয়ে।
মনে হয় আমি গিয়েছি হারিয়ে
হাজার দেব দেবীদের ভিড়ে।
তাই তো পারি নি তোমার কাছে
গিয়ে আর একবার নমস্কার জানাতে।
হাজার দেব দেবীদের ভিড়ে
আমি ভুলে গিয়েছি তোমাকে।
যেদিকে তাকাই দেখি তোমাকে
তুমি সেজে এসেছো সবার মধ্য দিয়ে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।