আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ের সাতকাহন

It is too much tough to lead a very simple life কষ্টের উপচে পড়া ঢেউ আমায় ভাসায় সম্মোহিত সুখগুলো দুমরে কাঁদায় আমিতো মানুষ, নেই আমার লৌহ হৃদয় সব হারিয়ে নেই আর হারাবার ভয়। সেকেন্ডের কাঁটা আজ আমার আপন সঙ্গি সময় কাটানোর সে এক অপরূপ ভঙ্গি। আমার দু'চোখ তোমার ছবির উপর অপলক টুপটাপ জল ধারার সাথে অতীতের ঝলক। মুহূর্তে ফিরে পাওয়া আবার চিরতরে মুছে ফেলা ভালবাসি বলবার সে এক অদ্ভুত খেলা সে খেলায় হেরেছি কালের পর কাল ধরে অধীর হয়ে বসে আছি আজো তোমার পথ চেয়ে তুমিতো হতাশ করনি আমায়, ফিরে তাকিয়ে ছিলে বার বার, চলে যাবার পথে ভালবাসি বলবার ছলে রেখে গেছ তোমার অস্তিত্ব আমার হৃদয় জুড়ে, ছিনিয়ে নিয়ে যাওনি আমার জীবন থেকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।