আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ের ভালোবাসায়।

লেখিতে এবং পড়িতে ভালবাসি। কত যে সাগর, নদী পেরিয়ে মেঘের ডানায় নীল আকাশ ছুঁয়ে। থেমেছি তোমার আঙ্গিনায় ভালবাসায়। কত যে অরণ্য, মাঠ ছাড়িয়ে দিগন্তের সীমা পেরিয়ে গিয়েছি ছুটে। হৃদয় গহীনে, হৃদয়ের ভালবাসায়।

আবেগী স্বপ্নের মায়া জাল ছড়িয়ে রঙ ধনু ইচ্ছেরা প্রজাপতি হয়ে। তোমার মনের ইচ্ছে গুলো রাঙায়। কত যে বাধার দেয়াল ডিঙিয়ে দিগন্তের সীমা পেরিয়ে গিয়েছি ছুটে। হৃদয় গহীনে, হৃদয়ের ভালবাসায়। মায়াবী রাতে ভাবনার রঙ ছড়িয়ে জোনাকী মন জোছনায় ভিজে ভিজে তোমার চোখে সুখের ঘুম নামায়।

কত যে তিমির আধার সরিয়ে দিগন্তের সীমা পেরিয়ে গিয়েছি ছুটে। হৃদয় গহীনে, হৃদয়ের ভালবাসায়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।