এই বৃষ্টি ভেজা রাতে তোমার কথা ভেবে কেদে যায় মন কেদে যায় প্রাণ
কেদে যায় সব-ই;
নির্জলা আকাশের শেষ সীমানায় সে কী নিশ্চুপ তোমার প্রতিছবি।
মেঘে ভাসে ভোরের সেই অনাবিল হাসি।।
আর কোরো না বারণ ধংস্বের শেষ সীমানায় আমি আছি।
নেশার টুমুল ছায়া গ্রাস করে দেহ,
মোর জীবনের কষ্ট কেন শুনলোনা কেহো!!
মোর জীবনের সব কিছু কেন যেন ভুল,
হয়তবা পাবোনা সেই ঘুনে ধরা ফুল।
শুধু বলে যা্ই এই গানে,
মিশে আছো তুমি রক্তের প্রতিটি স্রোতের টানে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।