আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ের পাশে ছিলে



তোমায় নিয়ে লিখি নি
আমি কোন কবিতা
চলে গেছ বহু দূরে
তবুও হৃদয়ে রয়ে গেছে ছবিটা

অপ্রেমে তোমার ধরেছি হাত
কথা হত দিন রাত
বন্ধু হয়ে ছিলে তুমি হৃদয় মাঝে
তাই তো তোমার বিরহে
বেদনার সুর বাজে

তোমায় আমি কখনো
বাসি নি ভাল
তবু কেন তোমার জন্য
হৃদয়ে দুঃখ হল

তোমায় আমি রাখবো মনে চিরদিন
কখনো হবে না
মন থেকে বিলীন

বন্ধু হয়ে ছিলে
এই হৃদয়ের পাশে
এখনো যেন আছ
আজীবনই থাকবে
এই হৃদয়ের পাশে
তাঁরা হয়ে থাকবে আমার
বেদনার নীল আকাশে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।