আমাদের কথা খুঁজে নিন

   

বিমল কান্তি'র রোজনামচা ( এই লেখাটাকে গল্প বা কবিতা কিছুই ভাবার দরকার নেই ! এটা প্যাঁচাল হিসেবে নিতে পারেন সবাই )

বিমল কান্তি'র রোজনামচা __________________________________________________ রাতগুলো একান্ত স্টেশনে থামলে , স্টেশন মাষ্টার বিমল কান্তি তড়িঘড়ি একটা স্বপ্ন ফুঁড়ে বের হয়ে আসেন , নইলে তার খুব একটা তাড়া নেই ।রাত বা দিনের ডিউটি তিনি বেশ পান চিবিয়ে , চোখ বুজে কাটিয়ে দিতে পারেন ।কিছু রাত ঘুম পালিয়ে ঘুরে বেড়ায় প্লাটফর্মে ,অথচ বিমল বাবু ভেবে পান না ঘুমের মতো একটা আরামদায়ক অভ্যাস কি করে কাটানো যায় ?রাতের কি বিবাহ যোগ্যা বেঁটে কালো মেয়ে আছে ! তার মেয়ে বুঁচি'কে ভেবে এক সময় তিনিও বসে থাকতেন প্লাটফর্মের কোণে গা এলানো নেড়িটার মতো ।মাঝে মাঝে ঘুমেরা বেড়াতে এসে ভুল করে ফেলে যেতো দুঃস্বপ্নের খোসা !স্টেশনের ছেঁড়া কাগজ , বাসি পাউরুটি আর শুকিয়ে যাওয়া পায়ের ছাপের সাথে পড়ে থাকতো বুঁচি ! মেয়েটা কলেরায় মরে যাওয়ায় বিমল বাবু এখন বেশ আছেন , স্টেশনে খুব কোলাহল নেই ।কেউ চেইন টেনে আড়মোড়া না ভাঙ্গালে গার্ড বাঁশি ফুঁ দেয়না । বেশ আয়েশি জীবন বিমল বাবুর । মাঝে মাঝে বুঁচি বাবাকে দেখতে আসে ,ওটা যে মেয়ের ভূত তা ভালোই জানেন বিমল কান্তি ! পুঁচকে মেয়েটা এখন তার বৃদ্ধ হাড়ে ভয় ধরায় ।ঘুমের ভান করা বাপ কে দেখে খুশি মনেই ফিরে যায় বুঁচি !ততক্ষণে হয়তো আর একটা ট্রেন আসে , স্টেশনে নেমে আসে কয়েকটা দিন । বিমল বাবু তখনো ঝিমুচ্ছেন , উনার চায়ের নেশা একেবারেই নেই ! ৩০০৬১২  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.