আমাদের কথা খুঁজে নিন

   

যুবদল নেতা মোতাহার হেসেন প্রদীপসহ ১৬ জনকে আসামি করে বিমল সূত্রধরের ভাই শ্যামল সূত্রধর ধোবাউরা থানায় করা এক মামলায় আটজনের মৃত্যুদন্ড এবং একজনের কারাদন্ড । রায় কার্যকর করা হবে যত তাড়াতাড়ি সম্ভব ।

ময়মনসিংহের ধোবাউড়ায় আলোচিত তিন কৃষককে হত্যা মামলার রায়ে আটজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম সাজেদুর রহমান বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। আসামিদের মধ্যে মোতাহার হোসেন প্রদীপ, মো. শফিকুল ইসলাম, ওমর আলী, মো. রবিকুল, আবদুর রহিম, বুলবুল, এরশাদ আলী ও আশরাফ আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে ওমর আলী, এরশাদ, রবিকুল, শফিকুল ও বুলবুল পলাতক রয়েছেন। এ ছাড়া জিয়াউল হক জুয়েলকে যাবজ্জীবন এবং আবদুর রাজ্জাককে ১০ বছর কারাদণ্ড ও ১০ হাজার জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিদের মধ্যে মো. হানিফ ও রহিমাকে ২ বছর করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় হোসনে আরা, রোকেয়া খাতুন ও আল আমিন নামের তিনজনকে খালাস দিয়েছে আদালত। এতোদিন জামিনে ছিলেন মোতাহার হোসেন প্রদীপ, আবদুর রহিম, আবদুর রাজ্জাক, জিয়াউল হক জুয়েল, মো. হানিফ, আশরাফ আলী। এ ছাড়া অপর আসামি আনিসুর রহমান মানিকের বিরুদ্ধে মামলার বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। ২০০৬ সালের ২২ জানুয়ারি বিরোধপূর্ণ জমিতে ধান বুনতে গেলে ধোবাউড়ার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের চোরের ভিটা গ্রামের হরিদাস সূত্রধর, নিরঞ্জন সূত্রধর ও বিমল সূত্রধর প্রতিপক্ষের হামলায় নিহত হন।

এ সময় আহত হন আরো পাঁচ জন। এ ঘটনায় স্থানীয় যুবদল নেতা মোতাহার হেসেন প্রদীপসহ ১৬ জনকে আসামি করে বিমল সূত্রধরের ভাই শ্যামল সূত্রধর ধোবাউরা থানায় এ মামলা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী শ্যামল সূত্রধর। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.