আমাদের কথা খুঁজে নিন

   

'আদর্শ': অস্কার ওয়াইল্ড এর 'পোয়েমস ইন প্রোজ' থেকে অনুবাদ

ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে............... দুনিয়া জুড়ে যখন অন্ধকার ঘনায়ে এল, আগুনের মশাল হাতে আরিমাথিয়ার জোসেফকে নামতে হল পাহাড় থেকে । বাড়িতে কাজ পড়ে আছে। পাহাড়-ঘেষা সমান ভূমিতে নামতে নামতে তার হঠাৎ চোখে পড়ল একজন যুবক পাথরের মধ্যে হাঁটু মুড়ে বসে আছে। পরনে কিছুই নাই , চোখে পানি, মধুরঙা চুল। সারা গা সাদা ফুলের মতোন কিন্তু তাতে অজস্র কাঁটার ক্ষত।

গায়ের সবটুকু নিজ হাতে বিক্ষত করে, ছাইয়ের মুকুট মাথায় পরে বসে আছে। পাহাড় থেকে নেমে আসা জোসেফ শোকপাগল বিবসন লোকটিকে বলল, ' তোমার শোক এমন বিশাল হবে এটাই স্বাভাবিক। যাঁর জন্য তোমার শোক, আসলেই মানুষ হিসাবে তাঁর আর কোন তুলনা নাই। ' যুবকটি মাথা তুলে বলল, ' আমি তাঁর জন্যে কাঁদছি না। আমার শোক সমস্তই নিজের জন্যে।

আমিও পানিকে মদে রূপান্তর করলাম, কুষ্ঠ রোগী ভালো করলাম, অন্ধকে চোখ ফিরায়ে দিলাম। খাদ্যহীন মরুভূমির মাঝে বসে আমিও ক্ষুধায় কাতর মানুষদের মুখে খাবার তুলে দিয়েছি। সরু, জীর্ণ ঘর থেকে মরা মানুষকে এনে পুনরায় জীবন দিয়েছি। আমার ইশারায়, অজস্র চোখের সামনে, উসর ডুমুর গাছও শুকায়ে গেল। তিনি যা যা করেছিলৈন সবই আমি করেছি।

অথচ আমাকে কেউ ক্রুশবিদ্ধ করল না। ' ছবি: 'ক্রুসিফিকেশন', প্যাট্রিসিয়া স্টার্না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.