আমাদের কথা খুঁজে নিন

   

একজন আদর্শ মানুষ চাই ।

মানব সন্তান হয়ে জন্মেছি এক মধ্যবিত্ত ঘরে। শোনা যায়, এ ঘরের লোকদের অবস্থার উন্নতি নাকি হয়না। এর জন্য দরকার সাধনা- পেট চালানোর সাধনা, ধান্ধা ময় দেশে চলার সাধনা। এক পেট নিয়ে পট পট করে লাভ নেই। মৌলিক চাহিদার তো কোন কিছুই অভাব নেই, কিন্তু তাওবা কেন এতও..... আরেকটু ভাল ; আরেকটু ভাল থাকতে চাওয়ার আকাঙ্ক্ষা ! দরকার উচ্চাকাঙ্ক্ষার, কিন্তু ঐযে মধ্যবিত্ত ঘরের মানুষ! না, বলছিনা যে , এই প্রজাতির উচ্চাকাঙ্ক্ষা নেই, থাকতে হয়।

নাহলে চলা যায়না। বাঁচা যায়না। কিন্তু, একটু সাধের আকাঙ্ক্ষা গুলো কে গলা টিপে মারার লোকের অভাব নেই। দেশ দেশ করে কি লাভ ? প্রশ্ন, নাহ- আস্ফালন। কি দিল দেশ ! ভাবলেশহীন চোখে তাকিয়ে থেকে কিচ্ছুটি হবেনা।

আখের গুছাতে হবে। কিন্তু কিভাবে ? আরে, বাঙ্গালির অনেক বুদ্ধি, একটা না একটা পথ বের হবেই। হায়, আসলেই কি ??? এমন কি নেই কেও যে , হবে আদর্শ মানুষ !!! পরিবর্তন করবে সমাজ ব্যাবস্থার, ভেদ করবে সামাজিক সিঁড়ি ভাজন, অঙ্গিকার বদ্ধ থাকবে মৌলিক চাহিদা পুরনের - তেমন কঠিন কিছু নয় একটু মানসিকতার পরিবর্তন মাত্র। পিছে লোকে কিছু যদি বলে, বলুক না ! স্বপ্ন দেখতে কে না ভালবাসে! নাহয় দেখলাম একটু। এটুকুরও কি অধিকার নেই।

এটা তো মনের মৌলিক চাহিদা। যা চাহিবা মাত্র ইহার বাহক কে দিতে বাধ্য থাকিবে !!! .। .। .। .।

.। .। .। . আদনান .। .।

.। .। .। .। .।

.। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.