আমাদের কথা খুঁজে নিন

   

আদর্শ প্রেমিক

আগ্রহ মোর অধীর অতি— কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা।

ভালোবাসা দিবস তোমার জন্য। ।
কারণ তোমাকে দেখার জন্য
সকালে উঠে রাস্তার মোড়ে বসে থাকতাম,
কখন আসবে সবুজ জামা পরা
গার্লস স্কুলের সেই "সবুজ পরী" টা ।



ভালোবাসা দিবস তোমার জন্য। ।
কারণ তোমাকে দেখার জন্য
শীতের সকালে উঠে রাস্তায় হাঁটা হাঁটি করতাম,
কখন কলেজ পড়ুয়া মেয়েটা রিক্সা খোঁজার জন্য
কাজের মেয়েটাকে সাথে নিয়ে রাস্তায় এসে দাঁড়াবে। ।



আর ভালোবাসা দিবস তোমার জন্য। ।
যার জন্য পড়া ফাকি দিয়ে
একটার পর একটা গল্প লিখতাম। ।
আর কিছু না, গল্প পড়ে তুমি যখন হাসো,
তোমার গালে পড়া টোল টা শুধু দেখার জন্য।



ভালোবাসা দিবস তোমার জন্য নয়,
হে আমার প্রেমিকা। ।
কারণ, আমার প্রত্যেক " দিবস-রজনি"
তোমাকে ঘিরেই শুরু, আর;
তোমাকে ঘিরেই তা শেষ। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.