জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
-------------------***আদর্শ স্ত্রী***--------------
একটা পরিবারকে আদর্শবান করার জন্য আদর্শবান স্ত্রী অপরিহার্য। পানির মধ্যে চলাচল করলে পা ভিজবে না এটা যেমন অবাস্তব তেমন আদর্শবান স্ত্রী ছাড়া আদর্শ পরিবারের কামনা করা অবাস্তব। যদিও হয় তবে তা খুব কম হবে-------------
--------------***আদর্শবান নারীর চারটি গুন***-------------
১. পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা আদর্শ নারীর একটি বড় গুণ। এগুণ ছাড়া কোন নারী আদর্শবান হতে পারে না।
২. রমজান মাসে সিয়াম পালন করা আদর্শ নারীর দ্বিতীয় গুণ।
৩. আনুগত্য ও সদ্ব্যবহারের মাধ্যমেই একজন নারী আদর্শবান হতে পারে। কোন নারী আনুগত্য ছাড়া আদর্শের দাবী করতে পারে না।
৪. আদর্শবান হওয়ার জন্য লজ্জাস্থানের হেফাযত করা একটি গুরত্বপূর্ণ গুণ, যে গুণের মাধ্যমে একজন নারী ইহকাল ও পরকালের মান-সম্মান নির্ভর করে। একজন ব্যভিচারীণী নারী বিন্দুমাত্র আদর্শের দাবী করতে পারে না।
আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেন, রাসুল (সাঃ) বলেছেন, " গোটা দুনিয়টাই হচ্ছে সম্পদ। আর দুনিয়ার শ্রেষ্ট সম্পদ হচ্ছে সতীসাধ্বী নারী"। (বুখারী, মসুলিম, মিশকাত হা/৩০৮৩, বাংলা মিশকাত হা/২৯৪৯) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।