আমাদের একটা মানুষের সমাজ লাগবে আজকে ১৫ জুলাই ভিসি অফিস ঘেরাও থেকে ছাত্ররা ডাকসু নির্বাচনের দাবিতে ১৯ তারিখ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে।
আমরা আশাবাদী হয়ে উঠছি, দেশের পেশাজীবীদের, শ্রমিক কৃষকের, সকল ছাত্রদের সর্বোপরি বাংলাদেশের জনগণের একটা গনতান্ত্রিক বাংলাদেশের দৃঢ় আকাংখা রয়েছে, দেশের এই অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তাদের গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রামে অবতীর্ন হওয়া নিশ্চিত ভাবেই আশা সঞ্চারি।
বিশ্ববিদ্যালয় সমুহের প্রশাসন অত্যন্ত দলীয় মনোভাবাপন্ন। ছাত্রদেরকে জিম্মি করে, তাদেরকে বঞ্চিত্করে, নির্যাতনের প্রতিকার না করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ না দিয়ে তারা দিনের পর দিন ছাত্রদের সাথে সর্বোপরি এই দেশের ভবিষ্যতের সাথে বেঈমানি করে চলেছে।
এইরকম একটি চরম আজ্ঞাবাহী দাসমনোভাবাপন্ন প্রশাসনের দ্বারা ডাকসু নির্বাচনের মত একটি গণতান্ত্রিক পদক্ষেপ নেয়া প্রায় অসম্ভব।
এই প্রশাসন দিনের পর দিন ছাত্রদের সাথে প্রতারনা করে চলেছে, তারা ক্যাম্পাসে প্রবেশের পরমুহুর্তে ছাত্রদের শিরদাড়া ভেঙ্গে দিয়ে তাদের অক্ষম, জী হুজুর শ্রেণীতে পরিনত করে। এবং ফলত: প্রবল সম্ভাবনাময় ছাত্রদের একটা বিরাট এবং প্রধান অংশ পরিনত হয় অকার্যকর ও নিস্ফলা প্রাণীতে।
ছাত্রদের জেগে ওঠা এ অংশ তা যত ছোটই হোক তারা প্রকৃতপক্ষে সময়কে অতিক্রম করেই প্রশাসনের এ সকল গোজামিল কে প্রশ্ন করার দুঃসাহস দেখিয়েছে, এই আন্দেলনকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে দাবি আদায়ের পুর্বমুহূর্ত পর্যন্ত।
ছাত্ররা ধর্মঘট ডেকেছে, সকল ভয় ভীতি অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। পরিবর্তন তো ঘটবেই, পরিবর্তন আসছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।